শুক্রবার, মে ৯, ২০২৫

বাংলাদেশে আইনি লড়াইয়ে যাচ্ছে ফেসবুক

spot_imgspot_img

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশে আইনি লড়াইয়ে যাচ্ছে।

লিগ্যাল টিমের পক্ষ থেকে এরইমধ্যে আইনীজীবীও নিয়োগ দিয়েছে তারা।

ফেসবুকের নাম ব্যবহার করে বাংলাদেশ থেকে যে ডোমেইনটি চালানো হয় সেটি প্রতারণামূলক বলছে প্রতিষ্ঠানটি।

বুধবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে একটি মেইল পাঠিয়েছে ফেসবুক লিগ্যাল টিম। যেখানে তারা বলছে, বাংলাদেশে facebook.com.bd ব্যবহার করে কেউ একজন একটি ডোমেইন কিনেছে এবং এটি তারা ৬০ লক্ষ ডলারে তারা বিক্রি করতে চায়, এবং তা বিটিসিএল অনুমোদিত। আর তা বন্ধে আইনি লড়াই করবে তারা।

ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, সুনাম ক্ষুণ্নের অভিযোগে, ক্ষতিপুরণ চাওয়া হবে ৫০ হাজার ডলার।

ফেসবুকের আইনজীবী মোকছেদুল আলম জানান, আগামী সপ্তাহে এ মামলাটি ঢাকার একটি আদালতে দায়েরের কথা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img