ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে নতুন নিবন্ধিত দুই দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)- এর সঙ্গেও আলোচনায় বসবে সংস্থাটি।
তবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পাঁচ শরিককে আমন্ত্রণ জানানো হবে কিনা, তা এখনো অনিশ্চিত। গণঅভ্যুত্থানে পতিত হওয়ায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত; একইসঙ্গে জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ আন্দোলনে যুক্ত দলগুলো আগে থেকেই এসব দলের নিবন্ধন বাতিল এবং সংলাপে না ডাকার দাবি তুলে আসছে। কয়েকটি দল লিখিতভাবেও এ দাবির পক্ষে ইসিতে আবেদন দিয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কোন দল সংলাপে ডাক পাবে সে বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও অপেক্ষা করতে হবে। বর্তমানে নতুন দুটি দলসহ নিবন্ধিত দল সংখ্যা ৫৫। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় জাতীয় পার্টি ও ১৪ দলের পাঁচ শরিক বাদে মোট ৪৮টি দল চার দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছে।
১৪ দলের শরিক যেসব দল এখনো আমন্ত্রণ পায়নি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন। তবে ১৪ দলের আরেক শরিক ন্যাপ ইতোমধ্যেই সংলাপে অংশ নিয়েছে।
আজ যেসব দলের সঙ্গে সংলাপ হবে:
ইসির জনসংযোগ শাখা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই দফায় মোট ১২টি দলের সঙ্গে আলোচনা হবে।
সকালের পর্ব:
জামায়াতে ইসলামী, বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, এনসিপি, গণসংহতি আন্দোলন ও এনডিএম।
বিকেলের পর্ব:
বিএনপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বিআরপি ও বাসদ (মার্কসবাদী)।
১৩ নভেম্বর শুরু হওয়া এ ধারাবাহিক সংলাপে দলগুলো নির্বাচনকালীন সরকার, আচরণবিধি প্রয়োগ, কালো টাকার প্রভাব ও ইসির স্বাধীন ভূমিকা নিয়ে নানা দাবি ও উদ্বেগ জানাচ্ছে। আজকের সংলাপে বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ ও বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।









