বৃহস্পতিবার | ২০ নভেম্বর | ২০২৫

ইমারাতে ইসলামিয়ার উন্নয়নে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে আফগান প্রধানমন্ত্রীর আহ্বান

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পখাতের বিকাশ এবং আফগানিস্তানকে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের সাথে সংযুক্ত করতে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন আফগান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দ।

বিনিয়োগ আকর্ষণে ইমারাতে ইসলামিয়ার নীতি শীর্ষক সেমিনারে তিন এ আহ্বান জানান।

মোল্লা হাসান আখুন্দ বলেন, “বিনিয়োগ অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। এটি দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পারে।”

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও খাতগুলোকে দেশের জন্য দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে উপলব্ধ সকল সম্পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সমৃদ্ধি এগিয়ে নিতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ইমারাতে ইসলামিয়া স্বচ্ছ, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করতে বেসরকারি খাতের গতিশীলতা, সৃজনশীলতা এবং বিনিয়োগের ভূমিকা অপরিহার্য।”

আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ আশা প্রকাশ করেন, সেমিনারটি মতবিনিময়, অভিজ্ঞতা শেয়ার, যৌথ উদ্যোগ এবং গবেষণাভিত্তিক সুপারিশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “এ সেমিনার আফগানিস্তানের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ উন্মোচনের পথ তৈরি করবে।”

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img