লেবানের বিভিন্ন জায়গায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল।
বুধবার (১৯ নভেম্বর) দক্ষিণাঞ্চলের দেঈর কিফা এবং চেহোর গ্রামে বিমান থেকে বোমাবর্ষণ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এরআগে গত রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।









