ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারেম শহরে বিক্ষোভের খবর সংগ্রহের সময় আল জাজিরার ক্যামেরাম্যানকে গুলি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।
এতে বলা হয়, ফাদি ইয়াসিন নামের এই সংবাদকর্মীর দুই পা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
উল্লেখ্য, তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে নিয়মিতই আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর বর্বরতায় অংশ নেয় বেসামরিক দখলদাররাও। এসব সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনাও ঘটে নিয়মিত।
তবে, হামলার বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল। গত দুই বছরে গাজ্জা ও পশ্চিম তীরে নিয়মিতই সংবাদকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটে।









