পাকিস্তান জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
জমিয়ত উলামা-ই-ইসলামের মুখপাত্রের জানান, মাওলানা ফজলুর রহমানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মুখপাত্র বলেন, দুই নেতা এ অঞ্চলের পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
জমিয়ত মুখপাত্র আরো জানান, মাওলানা ফজলুর রহমান আফগানিস্তানে শান্তিপূর্ণ বিজয়ের জন্য তালেবানকে অভিনন্দন জানান এবং তালেবানের নেতৃত্বাধীন সরকারের সাফল্য কামনা করেন।
তালেবান নেতারা আন্তর্জাতিক মঞ্চে তালেবানকে সমর্থন করার জন্য মাওলানা ফজলুর রহমানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য; আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ওআইসির জরুরী বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে ইসলামাবাদ পৌঁছেছে আফগান সরকারের প্রতিনিধি দল।
সূত্র : জিয়ো নিউজ