শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয়: জুলানী

বিশ্বের জন্য সিরিয়ার ভূমি কোন হুমকি নয় বলে জানিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো নেতা আবু মুহাম্মাদ আল জুলানী।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লাগাতার যুদ্ধের কারণে সিরিয়ার অবস্থা বর্তমানে বিপর্যস্ত। আর তাই দেশটি পার্শ্ববর্তী কোন দেশ অথবা পশ্চিমের জন্য হুমকিস্বরূপ নয়।

সাক্ষাৎকারে, সিরিয়ার উপরে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান আল জুলানী।

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের লক্ষ্য ছিল বিগত শাসকের উপর চড়াও হওয়া। এত ঘটনার পর, বর্তমান পরিস্থিতিতে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। নিপীড়িত ও নিপীড়নকারী উভয়ের সাথে একই আচরণ করা উচিত নয়।”

আল জুলানী আরো বলেন, সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শাম (এইচটিএস) কখনোই সন্ত্রাসী সংগঠন ছিল না। ২০১৬ সালে গ্রুপটি আল কায়েদার থেকে বের হয়ে আসে। তারা কখনোই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেনি। আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এইচটিএস’কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া।

উল্লেখ্য, এইচটিএস’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ