বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

তেলআবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলা; ১০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

ইহুবিদাবী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেলআবিবের মেট্রোপলিটন এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে দশ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।

ইসরাইলি গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্রটি তেল আবিব মেট্রোপলিটনের গুশ ড্যান এলাকায় আঘাত হানে। ওই এলাকায় ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা অবস্থিত। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায়।

তারা আরও জানায়, ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের মধ্যাঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জেরুজালেম পোস্ট জানায়, পবিত্র আল- কুদস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরাইল জুড়ে সাইরেন বাজানো হয়। এছাড়া, এইলাত বন্দরনগরীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে- এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারেই তিনি কথা বলবেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img