রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

যারা এদেশের উন্নয়ন মানতে পারে না, তারা পাকিস্তানের অনুসারী: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এখনো যারা এদেশের উন্নয়ন মানতে পারে না, তারা পাকিস্তানের অনুসারী। বিএনপির নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

শনিবার (২০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন জিল্লুর রহমান। তিনি ছিলেন বলিষ্ঠ নেতৃত্ব।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লীগের এক অকুতোভয় সৈনিক। জিল্লুর রহমান তার কর্তব্য একনিষ্ঠভাবে পালন করেছেন।

তিনি বলেন, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শেখ হাসিনা দেশ শাসন করছে। সুনামগঞ্জে কোন দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি, সেই জায়গায় সাম্প্রদায়িক চেতনায় আচ্ছন্ন হবে তা ভাবা যায় না। গভীর ষড়যন্ত্র করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img