শুক্রবার, মার্চ ২১, ২০২৫

ইসরাইলি সরকারের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে মানবতার কোনো মূল্য নাই বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। সেই সাথে ইসরাইলের যুদ্ধবিরতি ভেঙে নৃশংসভাবে মানুষ হত্যাকে ঠান্ডা মাথায় খুন বলেও উল্লেখ করে তিনি।

তিনি বলেন, তাদের (ইসরাইল) কর্মকাণ্ড দেখে বুঝা যায় যে, তাদের কাছে মানবতার কোনও মূল্য নেই।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে, ইসরাইলি সরকারের কাছে মানবতা কোনও মূল্য নেই।

তিনি বলেন, তারা (ইসরাইল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে কাপুরুষ হিসেবে প্রকাশ করে।

ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি আরও বলেন, তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img