রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আলেমরা সামাজিক শক্তির উৎস: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হলেন সামাজিক শক্তির উৎস। মানুষ আলেম-ওলামাদের শ্রদ্ধা করে, পছন্দ করে। তাদের কথা মেনে চলে।

শনিবার (১৯ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রাম আয়োজিত ‘শিক্ষক কর্মশালা ও সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়া জাতিকে আল্লাহর অভিশাপ থেকে মুক্তি দেওয়ার প্রয়াস। ২৬ হাজার মাদরাসা নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অন্তর প্রশিক্ষণ নিচ্ছে। নূরানী তালীমুল কুরআন বোর্ড পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছে।

হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড- চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মুফতী খলিল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন, বোর্ডের মহাসচিব মওলানা মুফতী জসিমউদ্দিন, বোর্ডের অর্থসচিব মওলানা ওসমান ফয়জী, বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মওলানা মুফতী মুহাম্মদ আলী, বোর্ড এর সহ-সভাপতি মওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img