যৌনকর্মীদের ‘শ্রমিক’ বলে স্বীকৃতি দিতে যে প্রস্তাব করা হয়েছে, তা নিঃসন্দেহে নারী অবমাননার শামিল উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, পশ্চিমা চিন্তা চেতনা এবং ইসলামবিমুখতা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস ও সংস্কৃতির সাথে সম্পুর্ণরুপে সাংঘর্ষিক। বাংলাদেশের বিরানব্বই ভাগ মানুষ ইসলামী চিন্তা-চেতনা ধারণ ও লালন করে থাকেন। ফলে ইসলামবিরোধী কর্মকান্ড বরদাশত করবে না।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুরাদনগর উপজেলা শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মুসলিম সেন্টিমেন্টকে পাশ কাটিয়ে পশ্চিমা চিন্তা, ধ্যান-ধারণার বশবতী হয়ে যৌনকর্মীদের স্বীকৃতি দিতে তাদের শ্রমিক বলে যে প্রস্তাব করা হয়েছে, তা নিঃসন্দেহে নারী অবমাননার শামিল। যা কুরআন-সুন্নাহও সমর্থণ করে না। বরং রাষ্ট্রীয়ভাবে আইন করে দেহ ব্যবসা বন্ধ করা উচিত। এদের কারণেই সমাজ ও রাষ্ট্র নষ্ট হচ্ছে। তিনি বলেন, ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। ইসলাম নারীদের সমান অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে। এখনও যদি কেউ নারীদের অধিকার দিতে চায়, তা কেবল কুরআনে বর্ণিত অধিকার বাস্তবায়ন করলে নারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। পশ্চিমা বিশ্বে সবচেয়ে নারীরা অধিকার বঞ্চিত। তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করার জন্যেই সমান অধিকার বলে পশ্চিামারা চিল্লায়। এদের উদ্দেশ্য ভাল নয়।
ইসলামী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি মূসা হায়দারের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মোল্লা, সেক্রেটারী হাজী আবদুল করিম, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবনেতা ও উপজেলা সভাপতি মাওলানা এমএম শোয়াইব হোসাইন, রিফাত হোসেন।