মঙ্গলবার, মে ২০, ২০২৫

অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে পাকিস্তানের উপর দায় চাপায় মোদি: পাকিস্তান আইএসপিআর

spot_imgspot_img

ভারতে স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হয়েছে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে দায়মুক্ত হতে চেয়েছিল মোদি। পহেলগাঁও হামলার ঘটনায় পাকিস্তানের সাথে কোন সংশ্লিষ্টতা ছিল না। তারপরও পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে নারী ও শিশুদের হত্যা করেছে ভারতীয় বিমানবাহিনী।

শনিবার (১৭ মে) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, ভারতের কাশ্মীর বা অন্য স্থানে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে সেটা নিয়ে ইসলামাবাদের কোন কিছু করার নেই। কারণ তাদের উপর ভারতীয় সরকার কর্তৃক চালানো অত্যাচার ও জুলুমের ফলাফল এটি। পাকিস্তান নিয়ে ভারতের অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন, ভারতের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য পাকিস্তানকে বলির পাঠা বানানো হচ্ছে।

চৌধুরী অভিযোগ করেন, ভারত তার অভ্যন্তরীণ অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো থেকে দৃষ্টি সরাতে সন্ত্রাসবাদের অভিযোগ তোলে। ভারতের নীতিমালাগুলো, বিশেষ করে যেগুলো মুসলিম ও শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত, তা নিজ দেশের ভেতরেই চরমপন্থা উসকে দিচ্ছে।

তিনি বলেন, “ভারত যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তান আফগানিস্তান নয়। ভারত ইসরাইল নয়, আর পাকিস্তান ফিলিস্তিন নয়। আমরা কখনোই ভারতের আধিপত্যের সামনে নত হবো না।”

এই জেনারেল আরো দাবি করেন, ভারত নিজেই এই অঞ্চলে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, এবং অভিযোগ করেন যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানে হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে।

তিনি বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর কথা উল্লেখ করেন, যারা ১১ মার্চ একটি ট্রেন হামলার দায় স্বীকার করেছিল, যাতে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়—এই গোষ্ঠীটিকে চৌধুরী নয়াদিল্লির সমর্থনপুষ্ট বলে অভিযোগ করেন।

সূত্র: ডেইলি সাবাহ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img