গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ সফরে তিনি দেশটির সাথে প্রায় ৫০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ১৩ টি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আরব আমিরাতের সাথে প্রতিরক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পর্যটন,জ্বালানি, পরিবহন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও বাণিজ্যের বিষয়ে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা উভয় দেশের মধ্যকার কৌশলগত কূটনৈতিক সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
এরদোগান ও আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যকার বৈঠকটি আবুধাবির আল ওয়াতান প্রাসাদে অনুষ্ঠিত হয়।
বৈঠকে এরদোগান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে কৌশলগত কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ স্তরে নেওয়ার চেষ্টা করবে তুরস্ক।
তিনি আরো বলেন, আগামী ২৫ থেকে ২৮ জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীতে’ আরব আমিরাতের অংশগ্রহণ দুই দেশের মধ্যকার সহযোগিতা আরো বৃদ্ধি করবে।
এদিকে তুরস্কের অর্থমন্ত্রী মেহমেত সিমসেক সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রায় ৫১ বিলিয়ন ডলার মূল্যের চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “তুরস্কের প্রতি আরব আমিরাতের শক্তিশালী সমর্থন ও বিনিয়োগের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাক্ষরিত চুক্তিগুলো দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে।
এছাড়াও তিনি তুরস্কের উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা কাটানোর লক্ষ্যে বিভিন্ন কৌশল ও পদক্ষেপের কথা ও উল্লেখ করেন।
তিনি বলেন, ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে তুরস্কের দরজা সবসময় উন্মুক্ত রয়েছে।
এছাড়াও তিনি ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ সহযোগিতা করায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন।
২০২১ সালের নভেম্বর মাসে তুরস্ক সফর করেন আরব আমিরাতের প্রেসিডেন্ট। এ সফরে প্রায় দশটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে মুদ্রা বিনিময়, সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম, আবুধাবি পোর্ট কোম্পানি, কেন্দ্রীয় ব্যাংক ও উভয় দেশের শেয়ার বাজার অন্যতম।
মধ্যপ্রাচ্যের তিন দিনের সফর তালিকায় ইতিমধ্যে এরদোগান সৌদি আরব ও কাতার সফর শেষ করেছেন। সৌদি আরবের সাথে তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। অন্যদিকে কাতারের সাথে দিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোগান।
উল্লেখ্য; সংযুক্ত আরব আমিরাত সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ‘অর্ডার অফ জায়েদ’ দিয়ে ভূষিত করেন। এছাড়াও আবুধাবি আন্তর্জাতিক বইমেলায় “সম্মানিত অতিথি” হিসেবে আমন্ত্রন করা হয়
সূত্র: ডেইলি সাবাহ











