বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীরের রাজৌরিতে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে সুবেদার রাম সিং নামে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজৌরি জেলার থান্নামাণ্ডির দান্না এলাকায় তিনি নিহত হন।

জানা যায়,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দখলদার ভারতীয় সেনাবাহিনী এবং দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশ রাজৌরির জেলা থান্নামান্ডি এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের যৌথভাবে ঘেরাও এবং তল্লাশি চালায়। দান্না গ্রামের বনাঞ্চলে হামলা চালানোর সময় স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে তিনি মারা যান।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, সুবেদার রাম সিং (৪৬) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

স্বাধীনতাকামীদের গুলিতে নিহত রাম সিংকে সাহসী আখ্যা দেন ভারতীয় এ সেনা কর্মকর্তা।

তিনি বলেন, ‘সাহসী’ সেনাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তিনি আঘাতের কারণে মারা যান।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img