শনিবার | ১২ জুলাই | ২০২৫

কাশ্মীরে ২ স্বাধীনতাকামী যোদ্ধা নিহত

spot_imgspot_img

কাশ্মীরের পামপোর এলাকায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।

আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে দক্ষিণ কাশ্মীরের পামপোরের খিরিউ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ভারতের বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর খবরে বলা হয়েছে।

জানা যায়, কাশ্মীরের স্বাধীনতকামী যোদ্ধাদের উপস্থিতির কথা জানতে পেরে শুক্রবার ভোরে পামপোরের খিরিউ এলাকা ঘিরে হামলা চালায় উপত্যকাটির ভারত নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। এ সময়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের এক মুখপাত্রের তথ্যমতে, নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদীনের সঙ্গে যুক্ত মুসাইব মুস্তাক নামে এক চিহ্নিত করা হয়েছে। নিহত দ্বিতীয় ব্যক্তিকেও শনাক্ত করা হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে সুবেদার রাম সিং নামের দখলদার ভারতীয় এক সেনা কর্মকর্তা নিহত হন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img