আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো বিমান যোগাযোগ শুরু করেছে পাকিস্তান।
শুক্রবার (২০ আগস্ট) পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় এই তথ্য জানান
তিনি জানান, শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমানগুলোকে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাঠানো হবে। সেখানে অবস্থানরত ৩৫০ যাত্রীকে নিয়ে আসা হবে।
পাক তথ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে পকিস্তানি ও বিদেশী নাগরিকদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার বিষয়ে সাহায্য করার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও কার্যযকর পদক্ষেপ নিচ্ছেন।