মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলের বাধা ছাড়াই এখন থেকে ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠাবে কাতার

গত মে মাসে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১১ দিনের যুদ্ধে কাতারের নিয়মিতভাবে দিয়ে আসা ত্রাণ সহায়তা যাওয়ার পথ বন্ধ করে দেয় তেল আবিব। তবে জাতিসঙ্ঘ ও কাতারের সাথে এক চুক্তির পর অবরুদ্ধ গাজায় কাতারের ত্রাণ সহায়তা পৌঁছানোর অনুমোদন দেয় ইসরাইল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ইহুদিবাদীদের অবৈধ দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে ইহুদি নেতা বেনি গান্টজ বলেন, কাতারের সাথে একত্রে তিনি এক কৌশল প্রতিষ্ঠা করবেন যাতে করে ইসরাইলের নিরাপত্তার প্রয়োজনীয়তা রক্ষার সাথে সাথে প্রকৃত অভাবগ্রস্তদের কাছে এই অর্থ পৌঁছায়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের নজরদারির ভেতর গাজার নিয়মিত ত্রাণ গ্রহীতাদের কাছে তাদের ব্যাংক একাউন্টে জাতিসঙ্ঘের মাধ্যমে কাতারের এই অর্থ সহায়তা পৌঁছাবে।

জানা যায়, মে মাসে যুদ্ধের আগে তিন কোটি ডলারের এই সহায়তা নগদ অর্থে ইসরাইলি ভূখণ্ড দিয়ে গাজায় প্রবেশ করতো। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবরোধের জেরে গাজায় দারিদ্র্য ও বেকারত্ব বাড়ায় সাম্প্রতিক কয়েক বছর এই ভূখণ্ডের বিপুল বাসিন্দাকে অর্থ সহায়তা দিয়ে আসছে কাতার।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img