শনিবার | ২৩ আগস্ট | ২০২৫

আরো তিন হাজার আফগানকে চাকরির দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার

আরো তিন হাজার আফগানকে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার।

বুধবার (২০ আগস্ট) তলো নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয়বারের মতো আফগানদের কাজের সুযোগ করে দিচ্ছে কাতার। দেশটি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান থেকে অতিরিক্ত ৩ হাজার শ্রমিক/কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে।

২৩টি ভিন্ন ভিন্ন পেশার জন্য এই ৩ হাজার আফগানকে নিয়োগ দেওয়া হবে। ৩৪টি প্রদেশেই এজন্য নিবন্ধনের কাজ শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর ইমারাত সরকারের শ্রম ও সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের তত্বাবধানে তাদের কাতার পাঠানো হবে।

পারওয়ানের প্রাদেশিক কেন্দ্র চারিকারে ডজন খানেক তরুণকে নিবন্ধনের জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়, এই আশায় যে, তারা কাতারে কাজের সুযোগ পাবেন।

শফিউর রহমান নামের পারওয়ানের এক বাসিন্দা বলেন, “সৌভাগ্যক্রমে আমরা প্রথম ধাপে পৌঁছেছি। এখন আল্লাহ চাইলে দেশটিতে কাজের সুযোগ পাবো। আমরা শ্রম আর জীবিকার জন্য কাতার যেতে চাচ্ছি। আমি আল্লাহর উপর ভরসা করছি। এর আগে ইরান এবং তুরস্কেও গিয়েছিলাম, কিন্তু আমাকে ফেরত পাঠানো হয়েছিলো। এবার আমাদের জন্য ভালো সুযোগ রয়েছে। আশাকরি, এটি দারুণ কিছু বয়ে আনবে।”

মুহিব্বুল্লাহ নামের অপর এক পারওয়ান বাসিন্দা বলেন, “আমি এখানে নিবন্ধনের জন্য এসেছি। যদি আমাদের বিদেশে কাজ করার সুযোগ দেওয়া হয়, তবে এটি খুব ভালো হবে। আমি ইমারাতে ইসলামিয়ার উপর খুশি, কারণ তারা অত্যন্ত সহজভাবে প্রক্রিয়ার কাজ সম্পন্ন করছেন।”

পারওয়ান শ্রম ও সামাজিক কল্যাণ বিভাগের প্রধান কুদরাতুল্লাহ জাকির বলেন, ৩ হাজার চাকরির মধ্যে কেবল ৪০০টি পারওয়ানের জন্য বরাদ্দ থাকবে। এই প্রদেশ থেকে কেবল ৪০০ জনকে কাতারে কাজের সুযোগ প্রদানের জন্য বাছাই করা হবে।

তিনি আরো বলেন, ৪০০ জন প্রার্থী এখন পর্যন্ত ১৩টি ক্ষেত্রে কাজের জন্য নিবন্ধন করেছেন। বর্তমানে ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে এবং আরো অনেকেই নিবন্ধনের জন্য আসছেন। চাহিদা অনেক বেশি। আমরা নিবন্ধন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার চেষ্টা করছি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, কাতার ইতোপূর্বে ২ হাজার আফগানকে কাজের সুযোগ প্রদানের ঘোষণা দিয়েছিলো। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা উপযুক্ত ব্যক্তিদেরকে এতে নিয়োজিত হতে ইমারাত সরকার কর্তৃক সাহায্য করা হয়েছিলো।

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

প্রধান উপদেষ্টার কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য...

গাজ্জায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত...

গাজ্জা যুদ্ধে ইসরাইলের হয়ে নিউজ করছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একাধিক কর্মী অভিযোগ করেছেন, সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনায় ইসরাইলপন্থী পক্ষপাত লক্ষ্য করা যায়।বৃহস্পতিবার (২১ আগস্ট)...

ঢাকার পথে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি...
spot_img

এই বিভাগের

spot_imgspot_img