বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

হাসিনার ফাঁসি চাইলেন জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়া ডাক্তার

চব্বিশের জুলাই ও আগস্টের আন্দোলনে মাথার খুলি উড়ে যাওয়া ১৬৭ জনের চিকিৎসা দেন ঢাকার নিঊরো সায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা. মাহফুজুর রহমানের টিম। তিনি হাসিনার ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যদানকালে মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন সময় যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা, তখন ডিবি পুলিশ তাদের রিলিজ দিতে বারণ করেছিলো। সেই সঙ্গে ডিবি হাসপাতালে আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি করানো না হয়।

এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফাঁসি চাইলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img