সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

সিরিয়ার গোলান মালভূমিতে বসতি স্থাপনের চেষ্টা করছে অবৈধ ইসরাইলিরা

অধিকৃত সিরীয় গোলান মালভূমিতে নতুন বসতি স্থাপনের চেষ্টা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলিরা।

বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক।

সংবাদ সূত্রে জানা যায়, ফিলিস্তিনি ভূমি দখলকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কুনেইত্রা গভর্নরেটের বিচ্ছিন্নকরণ অঞ্চলে প্রবেশ করে একটি নতুন বসতি ইউনিট গড়ে তোলার উদ্যোগ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তারা নিরাপত্তা বেড়া অতিক্রম করে কুনেইত্রার বির আজম গ্রামে পৌঁছায়। ফুটেজে দেখা যায়, বসতি স্থাপনকারীরা সঙ্গে আনা কাঠের ছাঁচে কংক্রিট ঢালছে। ভিডিওর এক অংশে স্পষ্ট দেখা যায়, পরিকল্পিত ওই বসতি ইউনিটের নাম দেওয়া হয়েছে নে‌ভে হাবাশান।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img