বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইল প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ব্রিটিশ সরকারের লজ্জিত হওয়া উচিত: হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষাবলম্বন করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে অন্যায়ভাবে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে হামাস।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) বৃটেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামাসকে নিষিদ্ধ করার এ অবৈধ ঘোষণা দেয়।

এক বিবৃতিতে হামাস বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।

হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের অবৈধ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলা হয়, ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে। ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমা চাওয়ার পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে।

ব্রিটেনের এ ধরনের ঘোষণায় ভয় পায় না হামাস, বরং যেকোনো মূল্যে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপিরকর। বিবৃতিতে ফিলিস্তিন প্রসঙ্গে দ্বৈত নীতি পরিহার করতে ব্রিটেন ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img