ফিলিস্তিনীদের শহীদ করার কারণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ‘দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)।
শনিবার (২০ নভেম্বর) ওআইসির বিবৃতির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েনি শাফাক।
বিবৃতিতে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন অপরাধের নিন্দাও জানানো হয়েছে।
ওআইসি বলছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে। তাই ইসরাইলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।