বৃহস্পতিবার | ২০ নভেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলের বড় হামলা; বাবা-মা ও তিন সন্তানসহ পুরো পরিবার নিহত

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় বড় হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন ২৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজ্জা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, গতকাল গাজ্জার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে, গাজ্জার প্রধান শহর গাজ্জা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া এবং জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আঘাত হেনেছে দখলদার বাহিনীর বোমা। এতেই ঘটেছে হতাহতের ঘটনা।

আলজাজিরাকে হানি মাহমুদ বলেন, “আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে।

তিনি আরো বলেন, গাজ্জার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন; কারণ গাজ্জায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img