বৃহস্পতিবার | ২০ নভেম্বর | ২০২৫

ডিজিটাল ফেতনা মোকাবেলায় মাদরাসা শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে: ধর্ম উপদেষ্টা

ডিজিটাল ফেতনা মোকাবেলায় মাদরাসা শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

তিনি বলেন, উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সত্যিকার বাণী প্রচারে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদরাসার ছাত্রদের সহীহ বুখারীর দরসে হাদিসের আজিমুশশান জলসায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি। ডিজিটাল ফেতনার এই যুগে নানাভাবে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইসলাম প্রচারের সেরা মাধ্যম হতে পারে। এজন্য মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি অর্ধেক নারীর এই দেশে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নারী শিক্ষার্থীদের মাঝ থেকে বেশি সংখ্যক আলেমা ও হাফেজা তৈরি করতে হবে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img