যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নৃশংস হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে কাতার বলেছে, ইসরাইলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “গাজ্জায় ইসরাইলি দখলদারদের বর্বর হামলার নিন্দা জানায় কাতার। আমরা এগুলোকে বিপজ্জনক হামলা হিসেবে বিবেচনা করি। যা যুদ্ধবিরতিকে শঙ্কায় ফেলেছে।”









