রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

দক্ষিণ সিরিয়ায় নেতানিয়াহুর সফর; তীব্র প্রতিক্রিয়া সিরিয়ার

গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পৈশাচিক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দক্ষিণ সিরিয়া সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সিরিয়া।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দক্ষিণ সিরিয়া সফরের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে, আন্তর্জাতিক ভাবে বাফার জোন হিসেবে স্বীকৃত সিরিয়ার দক্ষিণ ভূখণ্ড যা বর্তমানে ইসরাইলের দখলে রয়েছে, এতে নেতানিয়াহুর সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করা হয়।

এই সফরকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের সাথে সাংঘর্ষিক এবং অকৃতকর্ম চাপিয়ে দেওয়ার একটি নতুন প্রচেষ্টা বলেও অভিযোগ করা হয়। উল্লেখ করা হয় যে, এসব পদক্ষেপ ইহুদিবাদী দখলদার সেনা কর্তৃক সিরিয়া ভূখণ্ডে আগ্রাসন এবং লঙ্ঘন বৃদ্ধির চলমান নীতির অংশ।

এছাড়াও দামেশক বলছে তারা নেতানিয়াহুর সফরকে বিপজ্জনক উসকানি এবং অগ্রহণযোগ্য বলে মনে করে। আঞ্চলিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে দক্ষিণ সিরিয়ায় অবৈধ সামরিক উপস্থিতি জোরদার করছে বলে অভিযোগ করে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের আগ্রাসী অনুশীলন রোধে এবং দক্ষিণ সিরিয়া থেকে সম্পূর্ণরূপে দখলদারিত্ব প্রত্যাহারে বাধ্য করতে দায়িত্ব গ্রহণের আহ্বানও জানায় আহমদ শার’আর নেতৃত্বাধীন দেশটি। জোর দেয় ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিতে ফিরে যাওয়ার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে সম্মান জানিয়ে মেনে চলার।

এছাড়া সমস্ত অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সিরিয়া নিজেদের সার্বভৌমত্ব ও অবিচ্ছেদ্য অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর বলেও স্মরণ করিয়ে দেয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, বুধবার (১৯ নভেম্বর)
ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ার জাবালুশ শেখের পাদদেশে অবস্থিত বাফার জোন পরিদর্শনে যান, যা আসাদ সরকারের পতনের পর তাদের সেনারা দখল করে নেয়। এসময় ইসরাইলী প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, সেনাপ্রধান ইয়াল জামির এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারও তার সাথে ছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ