শুক্রবার, মে ৯, ২০২৫

করোনায় কুপোকাত ব্রিটেন

spot_imgspot_img

ব্রিটে‌নে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ রূপ নি‌য়ে‌ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন আরোপ এড়ানোর আশা এখনও হারাচ্ছে না তার সরকার।

উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে ‌ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। তবে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, দেশজুড়ে আরেক দফা লকডাউন এড়ানোর চেষ্টা করছেন তারা।

ব্রিটেনে গত শুক্রবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৮৯ জন।

বড়দিনের আয়োজন সংক্ষিপ্ত ও সীমিত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বক্সিং ডে’র ভিড় এড়িয়ে চলতে হবে আর নববর্ষের সময় বড় জমায়েত করা যাবে না।

ক‌রোনার রোগীর ভি‌ড়ে ব্রিটে‌নের বহু হাসপাতালের প্রায় সব শয্যাই ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। চিকিৎসাসেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বহু হাসপাতাল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img