মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

২৪ ঘণ্টায় ১০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে, এক মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ১০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৭ জন ঢাকার বাসিন্দা। ৪১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ৫৮০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩১ জন। বাকি ২৪৯ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছরে এখন পর্যন্ত ২৭২ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৬১ হাজার ৬২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৭৭৭ জন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img