বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

সিরিয়ায় সেনা সংখ্যা বাড়াল আমেরিকা

সিরিয়ায় আগের তুলনায় সেনার সংখ্যা দ্বিগুণ করেছে আমেরিকা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরার।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) জানায়, তারা গোপনে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা ছিল। এখন সেই সংখ্যাটা ২ হাজার হয়েছে।

আমেরিকার কর্মকর্তারা বলছেন, সুন্নি মুসলমানদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে, তা নিয়ে কিছু জানায়নি ওয়াশিংটন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সুন্নি মুসলমান যোদ্ধাদের সংগঠন হায়াত তাহরির আল শাম-কে সন্ত্রাসী ঘোষণা করেছিল। এমনকি সংগঠনের প্রধান নেতা আবু মোহাম্মদ জুলানীর মাথার মূল্য ১ কোটি ডলার নির্ধারণ করেছিল। অথচ বাশার আল আসাদের পতনের প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াশিংটন জুলানীর সঙ্গে যোগাযোগ করে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img