সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আসাদ শাসনামলের অপরাধীদের জন্য সিরিয়ায় গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় নতুন যুগের সূচনা করেছে সুন্ন মুসলমানরা। আসাদের শাননামলে সিরীয়দের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরার।

অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ওবায়েদ আরনাউত এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন যুগের সূচনা করার জন্য নতুন সরকারের লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আইনের শাসন এবং দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এটি কেবল তখনই হবে যখন আসাদের কুখ্যাত কারাগারে লাখ লাখ সিরিয়ানকে আটক ও নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা অপরাধীদের জবাবদিহি করার মাধ্যমে সমাজের গভীর ক্ষতগুলো নিরাময় ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ প্রশস্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, যেসব কর্মচারী অপরাধ করেছেন এবং সিরিয়ার জনগণের ক্ষতি করেছেন তাদের বরখাস্ত করা হবে এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় হবে। সরকার নিবেদিতপ্রাণ, পেশাদার এবং দেশের প্রতি অনুগতদের অগ্রাধিকার দেবে।

ওবায়েদ আরনাউত বলেন, চাকরির শূন্যপদ সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশ গঠনের জন্য আমাদের একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে। নতুন রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দেবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img