রবিবার | ১৬ নভেম্বর | ২০২৫

ভারতে করোনা টিকা উৎপাদনকারী সেরাম ইন্সটিটিউটে আগুন, ৫ লাশ উদ্ধার

ভারতের সেরাম ইন্সটিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে টিকা তৈরীর এ কারখানার ১ নম্বর গেইটের কাছে এ আগুন লাগে বলে জানিয়েছিল ইন্ডিয়া টুডে।

পুনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মঞ্জরি নামের একটি ভবনে এ আগুনের সূত্রপাত। যেখানে টিকা প্রস্তুত করা হচ্ছে সেখান থেকে এর দূরত্ব খুব বেশি নয়। নির্মাণাধীন একটি ভবন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

দেশটির ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, ভবনের মধ্যে ৪ জন লোক আটকা পড়েছিল। এর মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

একটি সূত্রের বরাতে ভারতের এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, আগুন নেভাতে সেখানে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img