আর্টিস্টদের সম্প্রতি ‘খেয়ালখুশিমতো’ আটক ও ‘অন্য উপায়ে হয়রানি’র কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
২১শে জানুয়ারি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে (যার ইনডেক্স নম্বর: এএসএ ১৩/৩৫৩৭/২০২১) তারা বলেছেন, বাংলাদেশে ‘মুক্ত মত’ প্রকাশের অধিকারের বিরুদ্ধে এসব আর্টিস্ট ক্রমবর্ধমান হারে হুমকি মোকাবিলা করছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, যেসব আর্টিস্টকে বেআইনিভাবে আটক করা হয়েছে অবিলম্বে শর্তহীনভাবে তাদের সবার মুক্তি দাবি করছি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে।
প্রতিষ্ঠানটি আরও বলছে, একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাই আর্টিস্টদের অভিব্যক্তি এবং সৃষ্টিশীলতার অবাধ অধিকারের প্রতি নিশ্চয়তা নিশ্চিতের।










