বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ডিএসসিসি এলাকার সকল নামফলক বাংলায় হওয়া আবশ্যক: তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল নামফলক ও চিহ্নফলক বাংলায় লিখতে হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

তিনি বলেন, ডিএসসিসি এলাকার সকল নামফলক-চিহ্নফলক বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না।

রোববার (২১ ফেব্রুয়ারি) সাংসাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস পালন করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এর মধ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি যে, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সকল সরকারি-বেসরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে।

তিনি বলেন, এই গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজকে আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলেছে। এই জন্যে আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার সকল নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক এবং সেটা যদি ইংরেজি শব্দ হয় পাশাপাশি সেটা ইংরেজি বর্ণ দ্বারা লেখা যেতে পারে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img