বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আগামী মাস থেকে ভূমিকম্প কবলিত এলাকায় ঘর নির্মাণ শুরু হবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আগামী মার্চ মাস থেকে ভূমিকম্প কবলিত এলাকায় ঘর নির্মাণের কাজ শুরু করবে তুরস্কের প্রশাসন।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ হাতায় প্রদেশে এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেছেন।

এরদোগান বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, গাজিয়ানটেপ, হাতায়, কাহরামানমারাস, কিলিস, মালত্য, ওসমানিয়ে, সানলিউরফা ও এলাজিগ প্রদেশে আগামী মার্চ থেকে ২ লক্ষ ঘর নির্মাণ শুরু হবে।

গত ৬ ফেব্রুয়ারির ২ টি ভূমিকম্পে এই ১১ টি প্রদেশের প্রায় ১.৬৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১.৬৮ মিলিয়নেরও বেশি মানুষের অস্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ