সোমবার, মে ১৯, ২০২৫

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ৪০০ মোবাইল হোম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কাতার

spot_imgspot_img

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ৪০০ টি মোবাইল হোম পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) দোহায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা গোকসু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত মোস্তফা গোকসু আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, “আজ ছয়টি জাহাজে মোট ১,৪০০ টি মোবাইল হোমের একটি নতুন চালান লোড করা হবে। তুর্কি দূতাবাস যত তাড়াতাড়ি সম্ভব পুরো মোবাইল হোমগুলি সরবরাহ করতে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সাথে সহযোগিতা করছে।”

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ১০ হাজার মোবাইল হোম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাতার।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কাতারের মোট ৪০ টি ত্রাণসামগ্রী বহনকারী বিমান তুরস্কে পৌঁছেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img