পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা মানেকাও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এর আগে শনিবার ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে ইমরান খান করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
রবিবার (২১ মার্চ) খানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে ডন জানিয়েছে, একই দিন আক্রান্ত হয়েছেন ইমরান খান ও বুশরা বিবি। বর্তমানে তারা বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন।
গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান খান। এর আগের দিন টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। তবে তারা কোন ব্র্যান্ডের টিকা নিয়েছেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি।