যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে গাজ্জায় চলমান গণহত্যার জন্য হামাসকে দায়ি করেছে আমেরিকা।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজ্জায় ইসরাইলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে পূর্ণ সমর্থন করেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্ট করে বলেছেন- যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে। দুর্ভাগ্যবশত, হামাস জীবন নিয়ে খেলা করাকেই বেছে নিয়েছে।
লিভিট আরও বলেন, এই পরিস্থিতিতে সম্পূর্ণরূপে দোষ হামাসের। প্রেসিডেন্ট ট্রাম্প চান— ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি দেওয়া হোক।