বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রবাসীদের ভোটগ্রহণের মাধ্যমে তুরস্কের ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু

প্রবাসীদের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হলো তুরস্কের ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা।

শনিবার (২০ মে) জার্মানি, স্পেন, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান কাতার ও লেবানন সহ মোট ৭৩ টি দেশে এই রান অফ রাউন্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা অনুসারে, আগামী ২৮ মে রবিবার স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত মোট ৭৩টি দেশের ১৬৭টি কেন্দ্রে ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে।

জানা যায়, প্রথম রাউন্ডের মতো ২য় রাউন্ডের নির্বাচনেও বিমান ও নৌ-বন্দর এবং তুরস্ক সংলগ্ন বর্ডারে ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। আর তা ২৮ মে পর্যন্ত চলমান থাকবে।

তবে বাইরের দেশগুলোর ভোটগ্রহণ ২৮ মে এর আগেই শেষ করে দেওয়া হবে।

যেমন জার্মানিতে ২য় রাউন্ডের নির্বাচনে ১৫ লক্ষ তুর্কি প্রবাসী অংশগ্রহণ করতে যাচ্ছেন। তারা বুধবার ২৪ মে রাত ১০ টা পর্যন্ত দেশটিতে তাদের পছন্দের প্রেসিডেন্টকে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন।

আর স্পেনের তুর্কি প্রবাসীরা ২২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

এছাড়া কাতারের ১০ হাজার ৮৬৮ জন তুর্কি প্রবাসীরাও ২২ মে রাত ১০ টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিয়ে আসতে পারবেন।

কাতার ও স্পেনের অনুরূপ লেবাননেও সোমবার ২২ মে রাত ১০ টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে। প্রথম রাউন্ডের নির্বাচনে দেশটিতে মাত্র ৩৭ শতাংশ তুর্কি ভোটার নির্বাচনে অংশগ্রহণ করেছিলো বলে জানা যায়।

উল্লেখ্য; সম্প্রতি ভৌগলিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০০ আসনের মধ্যে এরদোগানের নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্স ৩২৩টি আসন পেয়ে পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়। এতে এরদোগানের দল একে পার্টি একাই ২৬৭টি আসনে বিজয় লাভ করে। অপরদিকে কট্টর সেক্যুলারবাদী কামাল কিলিচদার ওগলুর নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট ন্যাশনাল এলায়েন্স মাত্র ২১১টি আসন অর্জন করতে সক্ষম হয়।

আর প্রেসিডেন্ট পদের লড়াইয়ে মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব ও তুরস্কের জনপ্রিয় নেতা রজব তাইয়েব এরদোগানের পক্ষে ভোট আসে ৪৯.৫১ শতাংশ। আর কট্টর সেক্যুলারবাদী নেতা কামাল কিলিচদার ওগলুর পক্ষে আসে ৪৪.৮৮ শতাংশ ভোট। নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যক্তি ড.সিনান ওগান পান ৫.১৭ শতাংশ ভোট।

পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের দিকে এগিয়ে গেলেও নির্বাচনী আইন অনুপাতে যেহেতু এরদোগান প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে পারেননি তাই তাকে আগামী রবিবার (২৮ মে) প্রেসিডেন্ট নির্বাচনের ২য় রাউন্ড বা রান অফ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

নিয়ম অনুযায়ী ১ম রাউন্ডে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ৪৯.৫১ শতাংশ ও ৪৪.৮৮ শতাংশ ভোট নিয়ে এগিয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বী রজব তাইয়েব এরদোগান ও কামাল কিলিচদার ওগলুর মাঝে ২য় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: ডেইলি সাবাহ এরাবিক

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ