বুধবার, মে ২১, ২০২৫

পাকিস্তান, আফগানিস্তান ও চীন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

spot_imgspot_img

পাকিস্তনের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা।

বুধবার (২১ মে) চীনের বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বেইজিংয়ে একটি অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

ত্রয়ী পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সংযোগ জোরদারে ত্রিপাক্ষিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। তারা সম্মত হন, ৬ষ্ঠ ত্রিপাক্ষিক বৈঠকটি সুবিধাজনক সময়ে কাবুলে অনুষ্ঠিত হবে।

বৈঠকে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর নানা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তারা সন্ত্রাসবিরোধী লড়াই এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সূত্র: আমু টিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img