গাজ্জায় ত্রাণসামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরাইলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে বিক্ষোভ করছে একদল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি নাগরীক।
আজ বুধবার (২১ মে) ইসরাইলি গণমাধ্যম আরুতস শেভা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন।
বিক্ষোভকারীদের একজন রেউত বেন হাইম বলেন, গাজ্জায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখনো আমাদের জিম্মিদের আটকে রেখেছে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না।
আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল ম্যাকলেভ বলেন, গাজ্জায় কোনো রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান। এ উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব। প্রতিটি ট্রাক এ যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়, ততক্ষণ কোনো সাহায্য নয়।
তিন মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় কোনো খাদ্যসহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরাইল। মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে। এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থি ইসরাইলি বিক্ষোভকারীরা।