প্রখ্যাত সফটওয়্যার কোম্পানী সিনট্যাক্সিভ-এর কার্যক্রম পরিচালনার জন্য সিলেট শহরে তাদের নতুন অফিসের গ্র্যান্ড ওপেনিং আজ বাদ আছর অনুষ্ঠিত হয়।
এখন থেকে শহরের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটির ৫ম তলায় ৩৯নং দোকান থেকে সিনট্যাক্সিভ এর সকল কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের সফলতার জন্য দোয়া ও সহযোগীতার আহবান জানান প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও মো. মহিউদ্দিন সৌরভ, কো-ফাউন্ডার ও সিওও মিজানুর রহমান এবং কো-ফাউন্ডার ও সিএফও হোসেন মাহমুদ।

সিনট্যাক্সিভ সম্বন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.syntaxive.tech











