ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (২০ জুন) গাজ্জাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও দেইর আল-বালাহের পশ্চিমে একটি বাড়িতে জেট বিমান হামলায় আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন।
একাধিক হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য ও দক্ষিণ গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মধ্য গাজ্জায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জন মানবিক সাহায্যের জন্য এসেছিলেন। গাজ্জা সিটিতে আরো ২৩ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ গাজ্জায় ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ত্রাণপ্রার্থীও ছিলেন।