মঙ্গলবার | ২২ জুলাই | ২০২৫

আহতদের দেখতে জাতীয় বার্নে গেছেন জামায়াত আমির ও সেক্রেটারি

spot_imgspot_img

উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২১ জুলাই) বিকেলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ছুটে যান তারা।

জামায়াত আমির আহতদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমূখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img