রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ধরনের পরিদর্শন অজান্তেই চিকিৎসাধীন কারো মৃত্যুর কারণও হতে পারে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি লিখেছেন, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না আপনার অজান্তে এই পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।