রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ঢাকা যাওয়ার পথে ফেনীতে নামেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে অভ্যুত্থান শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
সোমবার (২১ জুলাই) বাদ এশা মহিপাল জামে মসজিদে এ মোনাজাতে অংশ নেন তারা।
জানা যায়, বাদ এশা মহিপাল জামে মসজিদে অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নেন হাসনাত ও সারজিস। পরে সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সন্তান হারানো স্বজনদের বর্ণনায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।