সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে বিশ্বকে পাক সেনাপ্রধানের আহ্বান

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। একই সাথে ইসলামাবাদের পক্ষ থেকে আফগানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (২০ আগস্ট) পাকিস্তানের এবোটাবাদ শহরের একটি সামরিক ক্যাডেট কলেজ পরিদর্শনে গিয়ে এক বক্তব্যে বিশ্বের কাছে তিনি এ আহ্বান।

পাক সেনাপ্রধান আশা প্রকাশ করে বলেন, মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তা তারা বাস্তবায়ন করবে বলে ইসলামাবাদ আশা করছে।

তিনি বলেন, আফগানিস্তানের অস্থিতিশীলতা ও গোলযোগের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে যেসব বক্তব্য দেওয়া হয় সে ব্যাপারে ইসলামাবাদ নীরব থাকবে না। পাকিস্তান বরং আফগানিস্তান সংকট সমাধানে সহযোগিতা করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img