মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি।
২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখরঞ্জন বালি। তিনি প্রসিকিউশনের পক্ষেরসাক্ষী ছিলেন। তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়। দুই মাস ১৩ দিন একটি অন্ধকার রুমে তাকে আটক রাখা হয়। পরবর্তীতে ভারতের কলকাতায় বিএসএফের মাধ্যমে পাচার করা হয়। সেখানে তিনি পাঁচ বছর জেল খাটেন। এরপর দেশে ফিরে আসেন। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালি। তার অভিযোগ গ্রহণ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যথাযথ তদন্তের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম , অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া এ অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয়েছে।