ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এ সময় গুলির শব্দে সীমান্তবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সবুজ মিয়া (২৫)। তিনি উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের সালাম মিয়ার ছেলে।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তবাসী রতন মিয়া, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, আখাউড়া উপজেলার জয়নগর সীমান্ত এলাকা দিয়ে বুধবার রাত ১১টার দিকে বাউতলা গ্রামের সবুজ মিয়া কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অবৈধ সীমান্তপথে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের জয়নগর ক্যাম্পের টহলরত এক বিএসএফ তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করে। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে সীমান্তের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ সময় গুলির শব্দে সীমান্তবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে ৬০ বিজিবি আখাউড়া ক্যাম্প কমান্ডার আবুল হোসেন সঙ্গীয় বিজিবি জওয়ান নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
তিনি জানান, রাত ১১টার দিকে বিএসএফ একটি গুলি ছোড়ে। তবে হতাহতের মতো কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পতাকা বৈঠকের মাধ্যমে গুলিবর্ষণের কারণ জানাবে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানিয়েছেন।