বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

কুয়েত, কাতার ও ওমান সফরে যাচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ২১, ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে কুয়েত, কাতার ও ওমান সফর করবেন।

সোমবার (২০ অক্টোবর) এক ঘোষণায় প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক বোরহানউদ্দিন দুরান এ তথ্য জানিয়েছেন।

বোরহানউদ্দিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় বলেন, প্রেসিডেন্ট এরদোগান সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে এসব সফরে যাচ্ছেন।

তিনি জানান, সফরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে।

দুরান আরও বলেন, সফরকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা ও অগ্রগতির বিষয়েও আলোচনা হবে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করতে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আনাদোলু

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img